চট্টগ্রামে শেখ রাসেল অনুর্ধ-১১ ক্রিকেট টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: ১৮ ডিসেম্বর চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শেখ রাসেল অনুর্ধ-১১ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক,বিসিবি সহ-সভাপতি ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এই টুর্নামেন্টে ১০ টি দল অংশ নিয়েছে | ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনায় নিহত ১০ সদস্যের নামে অংশগ্রহণকারী দলের নাম রাখা হয়েছে|
চট্টগ্রাম মহানগর ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরী ,তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, আইন সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরীসহ সংশ্লিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন |