বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৫:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
আমাদের পরীক্ষামূলক সম্প্রচার চলছে !!!

সত্যিকারের লিখনি যদি আমার বিরুদ্ধেও হয় কিছু মনে করবো না : আল্লামা জুনাইদ বাবুনগরী

সংবাদ দাতা
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৫৮৮ জন পড়েছেন

কামাল উদ্দীন চৌধুরী:
সাংবাদিকরা হলেন জাতির বিবেক এবং দেশের সম্পদ, দেশের যেকোন পরিস্থিতিতে তাদের কাছ থেকে সত্য সংবাদ পাওয়ার জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করে।আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে সঠিক সংবাদ পরিবেশন করা দেশপ্রেমিক সাংবাদিকদের নৈতিক দায়িত্ব।

৩০ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে হেফাজতে ইসলামী বাংলাদেশের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী এসব কথা বলেন।

হেফাজত আমীর বলেন, সাংবাদিকদের সঠিক ও সত্য সংবাদ যদি আমার বিরুদ্ধেও হয় তাতে আমি কিছু মনে করবো না। দেশপ্রেম ঈমানের অঙ্গ, আমরা দেশকে ভালবাসি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাও আমাদের ঈমানী দায়িত্ব। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকে থাকলেই আমাদের সবকিছু থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী,মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক মুফতি আবদুল্লাহ নাজিব, ব্যবস্থাপনা সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুস সবুর,আমীরের ব্যক্তিগত সহকারী মাওলানা ইন’আমুল হাসান ফারুকী প্রমূখ।

পরে হেফাজত আমীর আগামী শুক্রবার হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিলে অংশ গ্রহণের জন্য দেশবাসীকে আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com