প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মানবিক সংগঠন কলাউজান ব্লাড ব্যাংকের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও করোনা সচেতনতায় মাস্ক বিতরণ করা হয়েছে।
পশ্চিম কলাউজান শাহ্ মজিদিয়া উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে বুধবার (১৬ ডিসেম্বর) আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষানুরাগী বদরুল কবির। সংগঠনের এডমিন শফিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষানুরাগী নজরুল ইসলাম, সমাজসেবক মোহাম্মদ আলমগীর,শাহ মজিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ ইসমাইল , প্রবাসী মোস্তাফিজুর রহমান।
এ সময় সংগঠনের এডমিন, মডারেটর,কার্যকরী,সহ-কার্যকরী ও সদস্যগণ উপস্থিত ছিলেন।।
উল্লেখ্য,এ কর্মসূচি সকাল ১০ টা থেকে শুরু হয়ে শেষ হয় দুপুর ৩ টায়। রক্তের গ্রুপ নির্ণয় শেষে স্থানীয় বাংলাবাজারের আশপাশ এলাকায় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন সংগঠনের সদস্যরা।