মানুষের অধিকার আদায়ের আন্দোলনে চট্টগ্রামে ১২ দলীয় জোট আলাদা কর্মসূচী পালন করবে-ডা. শাহাদাত
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে লক্ষ লক্ষ মিথ্যা মামলা দিয়েছে। বিগত দুটো নির্বাচনের প্রতিটিতে আওয়ামী লীগ মানুষকে বোকা বানিয়েছে, প্রতারণা করেছে। তাই এই সরকারকে বিদায় দেওয়া ছাড়া কোনো পথ নেই। ১২ জুলাই ঢাকার সমাবেশ থেকে একদফা দাবীর নতুন ঘোষণা এসেছে। সেই ঘোষণার মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন যাত্রা শুরু হয়েছে। সেই যাত্রায় বিএনপির সমমনা সবাইকে জেগে উঠতে হবে। সমগ্র মানুষকে জাগিয়ে তুলতে হবে। চট্টগ্রামে ১২ দলীয় জোট আলাদা কর্মসূচী পালন করবে। আমরা মানুষের অধিকার আদায়ের আন্দোলন করছি। জনগণের মুখপাত্র হিসেবে দেশবাসী বিএনপির দিকে তাকিয়ে আছে।
তিনি শুক্রবার (১৪ জুলাই) বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সাথে মহানগর ১২ দলীয় ঐক্যজোটের মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের সব রাজনৈতিক দল, সব মানুষ, সব সংগঠন, তরুণ, যুবক, বৃদ্ধ আপামর জনসাধারণকে এই আন্দোলনে শরীক হওয়ার আহবান জানাচ্ছি। এই দেশকে রক্ষা করতে হলে আসুন আমরা সবাই উঠে দাঁড়াই, মাথা উঁচু করে দাঁড়াই, আমাদের দাবি আমরা আদায় করে নিই এবং এই দানব সরকারকে বাধ্য করি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য।
১২ দলীয় ঐক্যজোটের আহবায়ক ও কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য মো. কামরুল ইসলাম, ইদ্রিস আলী, চট্টগ্রাম মহানগর কল্যাণ পার্টির সভাপতি সাজিদ ইসলাম ইকবাল, সাধারণ সম্পাদক এড. মামুন জোয়ারদার, মহানগর জাতীয় পার্টি (কাজী জাফর) সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ, মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা এম এ কাশেম ইসলামাবাদী, মহানগর ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন রব্বানী, দক্ষিণ জেলা কল্যাণ পার্টির সভাপতি এড. মোজাম্মিল হোসাইন, মহানগর বাংলাদেশ জাতীয় দলের সভাপতি মোহাম্মদ চান মিয়া, মহানগর বিএলডিপির সভাপতি শওকত ওসমান, মুসলিম লীগের আবু মুসা, বাংলাদেশ ইসলামিক পার্টির মাওলানা গিয়াস উদ্দিন, বাংলাদেশ জাস্টিস পার্টির এড. রবিউল ইসলাম, বাংলাদেশ সাম্যবাদী দলের আব্দুর রাজ্জাক, ১২ দলীয় জোট নেতা শাহিনুর আক্তার, ববিতা আক্তার, মহিউদ্দিন বকুল, মুসলিম সিকদার, মো. মহিউদ্দিন, ওমর ফারুক, মাহবুব আলম, রফিকুল ইসলাম মোরশেদ, মীর নাজিবুল্লাহ, মর্তুজা হোসাইন প্রমূখ।