কামাল উদ্দীন চৌধুরী :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সায়েদুল অারেফিন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন। গত ৩১শে ডিসেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন তাঁকে এ সংক্রান্ত সম্মাননা পত্র তুলে দেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ইয়াছমিন পারভীন তিবরীজি ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত সম্মাননা পত্রে উল্লেখ করা হয়েছে ‘বাংলাদেশ গ্রাম অাদালত সক্রিয়করণ (২য় পর্যায়ে)’ প্রকল্পের অাওতায় চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল অারেফিন গ্রাম অাদালত সমূহ সক্রিয়করণের মাধ্যমে গ্রামীণ জনগণের বিচারিক সেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।