শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
আমাদের পরীক্ষামূলক সম্প্রচার চলছে !!!

ফটিকছড়িতে অবৈধ ইটভাটায় অভিযান,জরিমানা আদায়

সংবাদ দাতা
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৩ জন পড়েছেন

কামাল উদ্দীন চৌধুরী :

ফটিকছড়িতে অবৈধভাবে গড়ে উঠা ও পরিবেশ দূষণের দায়ে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

২৮ ডিসেম্বর সোমবার ফটিকছড়ির পাইন্দং-এ সকাল ১০ টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এই অভিযান।

অভিযানে গুঁড়িয়ে দেওয়া ইটভাটাগুলো হলো উপজেলার পাইন্দং ইউনিয়নের জে.বি-১ ব্রিকস,এ.বি ব্রিকস, এস এন্ড বি এবং জে এন ব্রিকস গুঁড়িয়ে দেওয়া হয়। এসময় এফ.বি ব্রিকস কে ৫ মাসের সময় দিয়ে ৩ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মার্জানা হোসাইন বলেন,মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী চট্টগ্রামে যেসব অবৈধ ইটভাটা রয়েছে সেগুলো ভেঙ্গে ফেলা হবে।

পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, ফটিকছড়ি উপজেলায় বর্তমানে ৪১ টি অবৈধ ইটভাটা রয়েছে। পর্যায়ক্রমে সবগুলো ইটভাটা ভেঙ্গে ফেলা হবে।এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমান আদালতকে র‌্যাব-৭,ফটিকছড়ি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সহযোগিতা করে।

চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর উপ পরিচালক জমির উদ্দীন বলেন, উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় যেসব অবৈধভাবে ইটভাটা গড়ে উঠেছে ক্রমান্বয়ে এসবের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com