পাঁচলাইশ থানা বিএনপির প্রস্তুতি সভায় আবুল হাশেম বক্কর
আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, বাংলাদেশের জনগন এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ও এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গিয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। সারাদেশে বিএনপি জনগণের অধিকার আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসী হামলা তাই প্রমান করে। হামলা করে, মামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্দ করা যাবে না। আওয়ামী সরকারের মসনদে পতনের কম্পন শুরু হয়ে গিয়েছে। দেশের মানুষ শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে মধ্যরাতের ভোট করে ক্ষমতায় থাকতে দিবে না। বিএনপির নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা করে যে রাজপথ রক্তাক্ত করছে, সে আন্দোলনের উত্তাল তরঙ্গে ক্ষমতার মসনদ ভেসে যাবে। আমরা স্পষ্ট করে বলছি, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে হবে।
তিনি আজ শুক্রবার ২৫ মে, বিকাল ৩টায় দলীয় কার্যালয় নাছিমন ভবনে কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা বাস্তবায়নের দাবীতে আগামী ২৮মে, রবিবার চট্টগ্রাম মহানগর বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে পাঁচলাইশ থানা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পাঁচলাইশ থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনির আহম্মদ চৌধুরীর পরিচালনায় প্রস্তুতি সভায় বক্কব্য রারেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক্ ইস্কান্দর মির্জা, সদস্য আর ইউ চৌধুরী শাহীন, মনজুর আলম মনজু, শুলক বহব ওয়ার্ড বিএনপির সভাপতি শামছুল আলম, পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আসলাম, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মো. এরশাদ হোসেন, নগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া,নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সামিয়াত আমিন জিসান থানা বিএনপির যুগ্ম সম্পাদক শাহেদুজ্জামান বেলাল, এনামুল হক ইনু, তারেকুল্ ইসলাম, মুকবুল হোসেন খোকন, শাহাদাত হোসেন ওয়াসিম, এরশাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এম এ হামিদ দিদার, এম এ মান্নান, জয়নাল আবেদিন, তৌহিদুল ইসলাম রানা, খালেদ হাসান, মহিলা দল নেত্রী সায়েমা হক, জিন্নাত রাজ্জাক প্রমূখ।