কামাল উদ্দীন চৌধুরী:
ফটিকছড়িতে নানা আয়োজনে পালন করা হয়েছে জাতীয় সমাজসেবা দিবস।
রবিবার সকাল সাড়ে ১১ টায় ফটিকছড়ি উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী সিনিয়র ম্যাজিস্ট্রেট (ভূমি) জিসান বিন মাজেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা,ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী শাহিন, মুক্তিযোদ্ধা খাইরুল বশর, উপজেলা সমাজসেবা অফিসার রাজিব আশ্চর্য।এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দও উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে ১৫ টি হুইল চেয়ার উপহার তুলে দেওয়া হয়।
ফটিকছড়িতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত