ঢাকা-১৮ আসনে সাধারণ ভোটারের মাঝে দয়াল কুমার বড়ুয়ার লিফলেট বিতরণ
জাতীয় সংসদ নির্বাচনের বাকী ৫ মাস থাকালেও আগে-ভাগে মাঠে নেমেছেন জাতীয় পার্টি থেকে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী দয়াল কুমার বড়ুয়া। ইতোমধ্যে তিনি, নির্বাচনী এলাকার ভোটারদের ধারে ধারে যাচ্ছেন।শুনছেন এবং শুনাচ্ছেন সাধারণ ভোটারের কথা। এরই ধারাবাহিকতায় গতকাল নির্বাচনকে সামনে রেখে নানা ধরণের উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দিয়ে ঢাকা-১৮ আসনে লিফলেট বিতরণ করছেন তিনি।
তিনি জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি রাজধানীর ঢাকা-১৮ আসনের উত্তরখান মাজার এলাকায় লিফলেট বিতরণ করেন।
দয়াল কুমার বড়ুয়ার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
দয়াল কুমার বড়ুয়া বলেন, ‘যত দিন বেঁচে থাকবো , জনগণের জন্য কাজ করে যাবো। উন্নত এবং বসবাসের জন্য আদর্শ ঢাকা-১৮ আসন গড়ে তোলাই আমার লক্ষ্য।’