নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম -২ (ফটিকছড়ি) সংসদীয় আসনের
বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী
চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি
অধ্যক্ষ নুরুল আমিন পবিত্র হজ্জ সম্পন্ন করে দেশে ফিরে গণসংযোগে নেমে পড়েছেন।
শুক্রবার (১৪ জুলাই) প্রার্থী নিজ এলাকার ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন,
কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা টিমের সদস্য মোস্তাফিজুর রহমান,চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, ফটিকছড়ি থানা আমীর শিক্ষক নাজিম উদ্দিন সিকদার, ফটিকছড়ি থানার নায়েবে আমীর ও নাজিরহাট পৌরসভার মেয়র প্রার্থী এ্যাডভোকেট ইসমাইল গণী, কাঞ্চননগর ইউনিয়ন সভাপতি এ্যাডভোকেট আমিন উল্লাহ, ফটিকছড়ি উন্নয়ন কমিটির সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, পেশাজীবী শাখা সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমামুল হক।
জামায়াতের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন বলেন, বলেন, আগামী নির্বাচন অবাদ সুষ্ঠ করার লক্ষ্যে কেয়ারকেটার সরকারের কোন বিকল্প নেই। ভোটের অধিকার আদায়ের আন্দোলনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। নির্বাচিত হতে পারলে একটি ইনসাফ পূর্ণ সমাজ প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।