শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
আমাদের পরীক্ষামূলক সম্প্রচার চলছে !!!

চট্টগ্রাম বন্দরের ১৪ তম উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

সংবাদ দাতা
  • প্রকাশিত : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৪৭৯ জন পড়েছেন

চট্টগ্রাম বার্তা প্রতিবেদক:
আজ ২০ ডিসেম্বর রবিবার দুপুরে শহীদ মুন্সী ফজলুর রহমান অডিটোরিয়ামে চট্টগ্রাম বন্দরের ১৪ তম উপদেষ্টা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদ, কাস্টম কমিশনার মোহাম্মদ ফখরুল আলম, সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ,জেলা পরিষদ চেয়ারম্যান আবদুস সালামসহ সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সাংবাদিকরা চট্টগ্রাম বন্দরের সার্বিক উন্নয়নে ও দেশের সুনাম মর্যাদা বৃদ্ধির জন্য অসামান্য ভূমিকা রাখছেন। তিনি আরো বলেন, বাংলাদেশের ৯৮ ভাগ বাজেট বাস্তবায়ন হয় নিজস্ব অর্থায়নে। বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছে, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর হচ্ছে। কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল নির্মাণ করা হচ্ছে- এসব কিছু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টার ফসল। চট্টগ্রাম বন্দরের উপদেষ্টা কমিটির সদস্যদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, করোনার সঙ্কটকালে চট্টগ্রাম বন্দর সচল রেখেছেন, এটা চট্টগ্রাম বন্দরের ইতিহাসে লেখা থাকবে। বিশেষ করে এনবিআর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com