শনিবার, ০৩ জুন ২০২৩, ০৯:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
আমাদের পরীক্ষামূলক সম্প্রচার চলছে !!!

চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচন ৩১ ডিসেম্বর,চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

সংবাদ দাতা
  • প্রকাশিত : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ১৯৮ জন পড়েছেন

 

চট্টগ্রাম বার্তা ডেস্ক:
সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।ইতিমধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচনী কমিটি।রবিবার প্রেস ক্লাবের নোটিশ বোর্ডে প্রার্থী তালিকা টাঙিয়ে দেয়া হয়। এতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ পনেরটি পদের বিপরীতে ৩১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সভাপতি পদে আলহাজ্ব আলী আব্বাস ও রিয়াজ হায়দার চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি পদে মো. খোরশেদ আলম ও সালাহ্ উদ্দিন মোঃ রেজা, সহ-সভাপতি পদে নিরূপম দাশগুপ্ত, মনজুরুল আলম মঞ্জু ও স ম ইব্রাহীম, সাধারণ সম্পাদক পদে ফরিদ উদ্দিন চৌধুরী ও মহসিন কাজী, যুগ্ম-সম্পাদক পদে আলমগীর সবুজ ও নজরুল ইসলাম,অর্থ সম্পাদক পদে ফারুক তাহের ও রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক পদে নাসির উদ্দিন হায়দার, মোহাম্মদ শাহ আজম ও রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক পদে দেবাশীষ বড়–য়া দেবু ও রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক পদে মিন্টু চৌধুরী ও মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে কামাল উদ্দিন খোকন ও মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আলীউর রহমান ও প্রণব বড়ুয়া অর্ণব, কার্যকরী সদস্য পদে আল রাহমান, কাশেম শাহ, খোরশেদুল আলম শামীম, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, মোয়াজ্জেমুল হক ও শহীদুল্লাহ শাহরিয়ার।

উল্লেখ্য, আগামী ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com